জুমবাংলা ডেস্ক : বিশ্বের ৭৫ টিরও বেশি দেশের দর্শকদের মন জয় করে এবার বাংলাদেশে আসছে ‘ফ্যামিলি ফিউড’। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র হাত ধরে শীঘ্রই ডিজিটাল স্ক্রিন ও টিভি পর্দায় আসছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ” এর প্রথম সিজন, সাথে বেভারেজ পার্টনার হিসেবে থাকছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ড্যানিশ জুস ব্র্যান্ড সানকুইক। জনপ্রিয়
এই অনুষ্ঠানটির দুর্দান্ত বিনোদন ও সানকুইকের সতেজতার সমন্বয়ে দর্শকদের জন্য আসছে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা।
বঙ্গ’র চীফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জনাব মামুন আতিক, ও এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নিলস রনো আনুষ্ঠানিক চুক্তিস্বাক্ষর করেন। ডিসেম্বরের ৮ তারিখ থেকে শুরু হয়েছে অনুষ্ঠানটির শ্যুটিং। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। অংশগ্রহণকারী পরিবারগুলো মুখোমুখি হবে নগদ পুরস্কার এবং আকর্ষণীয় উপহার জেতার লড়াইয়ে- সঙ্গে থাকবে চমকপ্রদ ও মজার অনেক মুহুর্ত এবং শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা!
ফ্যামিলি ফিউডের জনপ্রিয়তার পেছনে কারণ হিসেবে আছে এর সহজ কিন্তু আকর্ষণীয় ফরম্যাট। মোট ৩ টি রাউন্ডে প্রতিযোগীরা বিভিন্ন প্রশ্নের জনপ্রিয় উত্তরগুলো অনুমান করে পয়েন্ট সংগ্রহ করে।
সারা দেশে মোট ১০০ জনকে বিভিন্ন প্রশ্ন করে উত্তরগুলোর সার্ভে বানানো হয়। এই সার্ভের জনপ্রিয় উত্তরগুলোই অনুমান করতে হয় প্রতিযোগীদের, সঠিক অনুমানের জন্য পাওয়া যায় পয়েন্ট। এই পয়েন্টের বিপরীতে থাকে নগদ পুরস্কার জয়ের সুযোগ। বিজয়ী দলটি এগিয়ে যায় ‘ফাস্ট মানি” নামের বোনাস রাউন্ডে। সেখানেও থাকে নগদ পুরস্কার। তবে এখানে নগদ পুরস্কারের চেয়েও বড় প্রাপ্তি হলো পরিবারের সদস্যদের সাথে একসাথে দারুণ কিছু মুহুর্ত কাটানো।
বঙ্গ’র চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মামুন আতিক বলেন, “ফ্যামিলি ফিউডকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এই অনুষ্ঠানটি আনন্দ ও পারিবারিক বন্ধনের দারুণ এক উদযাপন- যা আমাদের দর্শকদের হৃদয়ে বিশেষভাবে জায়গা করে নেবে।”
এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নিলস রনো বলেন, “পরিবারের সবাইকে একসাথে নিয়ে আসে এমন একটি অনুষ্ঠানের অংশীদার হতে পেরে সানকুইক গর্বিত। এর মাধ্যমে সারা দেশের প্রতিটি ঘরে আনন্দ ও বিনোদন পৌঁছে দেবে।”
এছাড়াও এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড-এর হেড অব মার্কেটিং ইবনে আবু জায়েদ বলেন, “এই পার্টনারশিপ শুধু ব্র্যান্ডিং নয়, উদ্যম এবং আনন্দদায়ক মুহূর্তের এক অনন্য সংমিশ্রণ। সানকুইক এই অসাধারণ যাত্রার অংশ হতে পেরে গর্বিত।”
ফ্যামিলি ফিউড বাংলাদেশের সব আপডেট পেতে চোখ রাখুন এর অফিসিয়াল ফেসবুক পেজে। বঙ্গ’র ওয়েবসাইট ও অ্যাপে আগামী বছরের শুরুর দিকেই আসছে এই অনুষ্ঠান। অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে সানকুইককে সাথে নিয়ে এই সিজনটি হবে আনন্দ ও সতেজতার দারুণ এক যাত্রা- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।