স্পোর্টস ডেস্ক : বাবা হওয়ার সুখবর দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ১৮ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। ইনস্টাগ্রামে বান্ধবী ইভা গার্সিয়ার সঙ্গে একটি ছবি দিয়ে ১৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা এমনটি নিশ্চিত করেছেন। দ্য সান জানায়, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ৫ বছরের চুক্তি করা এই তারকা প্রথম সন্তানের বাবা হবেন।
বান্ধবী ইভা গার্সিয়ার সঙ্গে ‘গার্নাচো’ লেখা ছোট একটি জার্সিসহ দুজনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আর্জেন্টাইন উইঙ্গার। গার্নাচো জানিয়েছেন, অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তারা।
গার্নাচো লেখেন, ‘জীবন যেখানে শুরু এবং ভালোবাসা কখনো শেষ হয় না। নতুন আগমনের প্রস্তুতি নিচ্ছি এবং তুমি আমাদের ভালোবাসা ও রোমাঞ্চ পূরণ করতে আসছো। বলে বোঝাতে পারবো না, এটা কত বড় স্বপ্ন আমাদের জন্য।’
নিজের সন্তানের নামও এরই মধ্যে ঠিক করে ফেলেছেন গার্নাচো। সন্তানকে ‘এনজো’ নামে সম্বোধন করে তিনি আরও লেখেন, ‘তোমার সাথে সাক্ষাতের সময় গণনা করছি। বাবা ও মা ইতোমধ্যে তোমাকে অনেক ভালোবেসেছি ‘এনজো’।
দ্য সান জানাচ্ছে, গার্নাচোর সন্তানের মা ইভা তার ছোট বেলার বান্ধবী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক অনেক দিনের। তাদের পরিবার ও বন্ধুরা এমন খবরে খুবই খুশি এবং গর্বিত।
স্পেনে জন্ম নেয়া গারনাচো এর আগে ২০২২ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে পাঁচ ম্যাচ খেলেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।