আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সরকার সেনাবাহিনীর প্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ) জেনারেল আসিম মুনিরকে পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছে। এটি সেনাবাহিনীর সর্বোচ্চ পদ এবং একটি পাঁচ-তারা সম্মানসূচক ও যুদ্ধকালীন পদ হিসেবে বিবেচিত হয়।
ফিল্ড মার্শাল পদটি অত্যন্ত বিরল এবং সর্বশেষ এই পদটি ১৯৫৯ সালে জেনারেল আয়ুব খানকে প্রদান করা হয়েছিল।
সম্প্রতি পাকিস্তান ও ভারতের মধ্যে চারদিনের যুদ্ধে ভারত ও পাকিস্তান উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশির মধ্যে যুদ্ধবিরতি হয় এবং একটি বড় আঞ্চলিক সংঘাত থেকে বেঁচে যায় বিশ্ব। যুদ্ধ থামার কিছুদিন পরই এ পদে ভূষিত হলেন জেনারেল আসিম মুনির। সম্ভবত ভারতের সঙ্গে সাফল্যের প্রতিদানে তিনি এমন বিরল সম্মাননা পেলেন।
এক বিবৃতিতে পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিন্ধ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরের পদের মেয়াদও বাড়িয়েছেন।
এমন সম্মানে ভূষিত হওয়ার পর জেনারেল আসিম মুনির জানান, ‘এমন সম্মান পেয়ে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।