স্পোর্টস ডেস্ক: প্রথম ধাপের পর কাতার ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় ধাপের টিকিটের বুকিংও শুরু হয়েছে। দ্বিতীয় ধাপের বুকিং দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ম্যাচ দেখার টিকিটও। দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি চলবে ২৯ মার্চ পর্যন্ত। স্টেডিয়ামে বসে কাতার বিশ্বকাপের খেলা দেখার জন্য মুখিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরাও।
কাতার ফুটবল বিশ্বকাপ দেখার জন্য প্রথম ধাপে টিকিটের জন্য বুকিং দিয়েছিলেন ১ কোটি ৭০ লাখ দর্শক। ১৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের বুকিং নিয়েছিল ফিফা। প্রথম ধাপের বুকিং দেওয়া দর্শকদের কাছে অনলাইনের মাধ্যমে ৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত টিকিট বিক্রিও করে ফিফা।
এখন চলছে দ্বিতীয় ধাপের টিকিট বুকিং। টিকিট কেনার জন্য প্রথমে ফিফার ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে টিকিট। প্রথম তিন ক্যাটাগরির টিকিট সব শ্রেণির দর্শক কিনতে পারলেও চতুর্থ ক্যাটাগরির টিকিট সংরক্ষিত শুধু কাতারের স্থানীয় নাগরিক ও কাতারে বসবাসরত অধিবাসীদের জন্য।
কাতারের অধিবাসীদের জন্য টিকেটের সর্বনিম্ন মূল্য ৪০ কাতারি রিয়াল। উদ্বোধনী ম্যাচের সর্বনিম্ন ২০০ কাতারি রিয়াল সর্বোচ্চ ২ হাজার ২৫০ কাতারি রিয়াল। সেমিফাইনাল ম্যাচের টিকিট সর্বনিম্ন ৫০০ কাতারি রিয়াল সর্বোচ্চ ৩ হাজার ৪৮০ কাতারি রিয়াল। ফাইনাল ম্যাচের টিকেট সর্বনিম্ন ৭৫০ কাতারি রিয়াল সর্বোচ্চ ৫ হাজার ৮৫০ কাতারি রিয়াল।
প্রথম ধাপের বুকিং এ টিকিট পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। প্রথম ধাপে টিকিট না পাওয়াদের জন্য দ্বিতীয় ধাপের টিকিটে কিনার সুযোগ করে দেওয়া ফিফাকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা।
কাতার ফুটবল বিশ্বকাপের জন্য নির্মিত সব স্টেডিয়ামের সৌন্দর্য মনোমুগ্ধকর দেখার মতো। স্টেডিয়ামগুলোর ডিজাইনে রয়েছে নান্দনিক আধুনিকতার ছোঁয়া। আরব অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের সংস্কৃতির ছোঁয়া রয়েছে স্টেডিয়ামগুলোতে। ফুটবল বিশ্বকাপের জন্য তৈরী করা আটটি স্টেডিয়ামের মধ্যে সাতটি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।