১৪ কেজির পাঙাশ বিক্রি হলো ১০ হাজারে

Pangash

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীতে মোহাম্মদ অলি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বিরাট পাঙাশ মাছ। মাছটি ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে ৯ হাজার ৮০০ টাকায়।

Pangash

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মাছটি কলাপাড়া পৌর শহরের নতুন বাজারে বিক্রির জন্য আনা হলে উৎসুক জনতা ভিড় জমায়। মাছটি হাসান আলী হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী কিনে নেন। বর্তমানে তিনি মাছটির দাম ৮০০ টাকা কেজি ধরে ১১ হাজার ২০০ টাকা হাঁকছেন।

মোহাম্মদ অলি বলেন, “আজ সকালে রাবনাবাদ নদীতে জাল ফেলার পরপরই এই বিশাল পাঙাশটি ধরা পড়ে। এটি ছাড়াও আরও দুটি ছোট পাঙাশ এবং কিছু অন্যান্য মাছ জালে উঠে। এত বড় পাঙাশ আগে কখনও ধরা পড়েনি। ভালো দামে মাছটি বিক্রি করতে পেরে আমি খুবই আনন্দিত।”

মাছ ব্যবসায়ী হাসান আলী হাওলাদার জানান, “বড় মাছ সবসময় বাজারে পাওয়া যায় না। আমি এটি ঢাকায় পাঠানোর পরিকল্পনা করছি, সেখানে এর আরও ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “ইলিশসহ মাছের প্রজনন মৌসুমে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে কার্যকর হওয়ায় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতেও জেলেরা বড় মাছের ভালো প্রাপ্তি নিশ্চিত করতে পারবে।”