সিটি করপোরেশন থেকে ফাইল সরানোর চেষ্টা, আটকে দিলো শিক্ষার্থীরা

gazi

জুমবাংলা ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু ফাইল সরিয়ে নেওয়ার সময় আটকে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

gazi

জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সহস্রাধিক গুরুত্বপূর্ণ ফাইল নগর ভবনের সভাকক্ষে স্তূপ হয়ে দীর্ঘদিন ধরে রক্ষিত ছিল। সোমবার বিকেলে দেশের সকল সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হলে তড়িঘড়ি করে ওই ফাইলগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বেশকিছু ফাইল সিএনজি অটোরিকশা, মাইক্রোবাসে করে সরিয়ে ফেলা হয়। খবর পেয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সিটি করপোরেশনের সামনে এসে ফাইলভর্তি একটি লেগুনা আটকে দেয়। পরে ফাইল সরানো থেমে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা বলেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কার্যকালে সিটির আটটি জোনের সহস্রাধিক শিল্প ও বাণিজ্যিক ফাইলে দুর্নীতির অভিযোগ ছিল। ২০২৩ সালে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হওয়ার পর সকল শিল্প ও বাণিজ্যিক ফাইলগুলো তদন্তের জন্য নগরভবনে নিয়ে আসা হয়েছিল। এখন জায়েদা খাতুন মেয়র পদে না থাকায় বিভিন্ন জোন থেকে ফাইলগুলো নিয়ে যাচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে এ ফাইলগুলো নগরভবনে পড়ে থাকলেও কেউ এসব ফাইল নিতে আসলো না। এখন মেয়র অপসারণের পর হঠাৎ করে ফাইলগুলো সরিয়ে ফেলতে যাওয়ায় সকলের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সিটি করপোরেশনে এসে ফাইলগুলো আটকে দেয়।

ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান পড়লে কী করবেন

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান বলেন, বিভিন্ন জোন থেকে তালিকা তৈরি করে এসব ফাইলগুলো নগরভবনে আনা হয়েছিল। এখন ফের তালিকা করে যার যার জোনে এসব ফাইল পাঠিয়ে দেওয়া হচ্ছিল।