ডাবের দামে আগুন, যা খাওয়ার পরামর্শ দিলেন ডাক্তার

dab

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডাবের দাম। বর্তমানে শাহজাদপুরের হাট বাজারে ১৫০ টাকার নিচে কোনো ডাব মিলছে না। ঈদের আগে ১০০ টাকায় পাওয়া গেলেও এখন তা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

dab

স্থানীয় ডাব বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়,পাবনা, যশোর ও খুলনাসহ দেশের বিভিন্ন মোকাম থেকে পাইকারি দরে ডাব কিনে এনে তা খুচরা দরে ক্রেতাদের কাছে বিক্রি করে থাকেন তারা। পাইকারি বাজারগুলোতে ডাবের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে তাদের বেশি দামে ডাব বিক্রি করতে হচ্ছে।

গত শনিবার স্কুল শিক্ষক রোজী খাতুন জানান, ডাক্তারের পরামর্শে তাকে একটানা সাতদিন ডাবের পানি খেতে হবে। তিনদিন খেয়েছি। ভাবছি আর খাব না। ডাবের যে দাম, আমার পক্ষে সম্ভব না খাওয়া।

ছোট পর্দার অভিনেতা রুমি আর নেই

এদিকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার শারমিন আলম জানান, অতিরিক্ত গরমে সাবধানে থাকতে হবে। ডাবের পানির পরিবর্তে মুখে খাওয়ার স্যালাইন ও রসালো ফল ও অল্প অল্প পানি খেতে হবে। খুব জরুরি ছাড়া ডাব না খেলেও চলবে।