খুলনার ফুলতলা উপজেলায় সুপার জুট মিলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (১০ আগস্ট) রাত ৯টার দিকে সুপার জুট মিলের একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে মিলের একটি গোডাউনের পাশ দিয়ে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান দমকলকর্মীরা।
মিলের ম্যানেজার কামরুল ইসলাম জানান, পাটের উচ্ছিষ্ট অংশ রাখা একটি শেডে আগুন লাগে। অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পাটের আগুন পুনরায় জ্বলে ওঠার আশঙ্কা রয়েছে। সেজন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিট জুট মিলে অবস্থান করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।