জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে স্টেশনে রাখা ট্রেনের বগিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ১১টায় নগরীর সদরঘাট থানার এসআরবি রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সদরঘাট থানার এসআরবি রেল স্টেশন এলাকায় ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর সদরঘাট থানার এসআরবি রেল স্টেশনে রাখা দুটি ট্রেনে আগুন লাগে। বগিগুলো কয়েকদিন আগে ওই এলাকায় আনা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।