টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বপ্রথম জার্সি উন্মোচন উগান্ডার

স্পোর্টস ডেস্ক : প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে উগান্ডা। এ নিয়ে একটু বেশিই রোমাঞ্চিত আফ্রিকান অঞ্চলের দেশটি। আসরের আড়াই মাস আগেই জার্সি উন্মোচন করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

উগান্ডা জার্সি

বিশ্বকাপ উপলক্ষে জার্সি তৈরির প্রতিযোগিতা আয়োজন করে উগান্ডা। সেখান থেকে মাঙ্গেনি ইলিয়াসের করা ডিজাইন বেছে নেয় দেশটির বোর্ড। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্টে বিশ্বকাপ জার্সি উন্মোচন করে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ ম্যাচটি কোথায় হেরেছে, যা বললেন হৃদয়

উগান্ডার জার্সিতে নিজেদের পতাকার রঙ হলুদকে প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী এপ্রিলে এ জার্সি গায়ে বিশ্বকাপ মাতাতে দেখা যাবে তাদের।