বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জলবায়ুর পরিবর্তন যে পুরো বিশ্বজুড়েই প্রভাব ফেলছে তা আমাদের সবারই জানা। এই অবশ্যম্ভাবী প্রভাব ঠেকাতে বিজ্ঞানীরা পরিবেশবান্ধব নতুন নতুন উদ্ভাবনের দিকে ঝুঁকছেন। এ প্রচেষ্টারই অংশ হিসেবে রিসাইকেলড প্লাস্টিক থেকে বাইসাইকেল তৈরি করেছে জার্মানির এক কোম্পানি। তাদের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব বাইক।
ইগাস কোম্পানির ‘ইগাস:বাইক’ (igus:bike) এর ডিজাইনারদের মতে, বাইক নির্মাতাদের প্রথাগত লিনিয়ার ইকোনমিক মডেল থেকে বের হয়ে আসা উচিত।
তাদের নতুন বাইকে টায়ার ছাড়া বাকি পুরো অংশই রিসাইকেল করা প্লাস্টিকে তৈরি। ইগাস:বাইকে এমনসব প্লাস্টিক ব্যবহৃত হয়েছে যা মূলত একক ব্যবহারের প্লাস্টিক হিসেবে তৈরি করা হয়েছিল।
ইগাস:বাইক একটি সিঙ্গেলস্পিড আরবান বাইক। বেল্ট-ড্রাইভ সিস্টেম ব্যবহার করে তৈরি এটি। সিঙ্গেল স্পিড ড্রাইভট্রেন, এবং তুলনামূলক ভারী ওজনের হওয়ায় বাইকটি সমতলে ব্যবহারের জন্য বেশ উপযুক্ত।
ইগাসের দাবি, তাদের বাইক পরিবেশের কোনো ক্ষতি করবে না। বেয়ারিং, ড্রাইভট্রেন এবং ধাতব যেসব পার্ট থেকে অন্যান্য বাইকে মরিচা পড়ার আশঙ্কা থাকে, সেসব পার্ট এই বাইকে বানানো হয়েছে প্লাস্টিক দিয়ে। এতে করে মরিচা পড়ার ভয় থাকেনা।
কোম্পানিটি বলে, “হালকা ওজনের, লুব্রিকেশন-মুক্ত, উচ্চ-পারফরম্যান্সের প্লাস্টিক সাইকেলের সব পার্টেই ব্যবহার করা হয়েছে। হুইল বেয়ারিংয়ের দুই-কম্পোনেন্ট বল বেয়ারিং থেকে শুরু করে সিট পোস্টে প্লেইন বিয়ারিং, ব্রেক লিভার এবং প্যাডেল- সব পার্টেই ব্যবহৃত হয়েছে রিসাইকেল করা প্লাস্টিক।”
“বাইকটি চলার জন্য কোনো তেলই প্রয়োজন হয়না। এতে ব্যবহৃত সলিড লুব্রিকেন্টের ফলে পার্টগুলোর ঘর্ষণও হয় কম।”
সাধারণত এ ধরনের নতুন প্রযুক্তি বা সম্ভাব্য লাভজনক আইডিয়ার পেটেন্ট প্রতিদ্বন্দ্বীদেরকে ব্যবহারে বাধা দেয় অন্যান্য কোম্পানি। এদিক থেকে আলাদা ইগাস। তাদের উদ্ভাবিত এই পেটেন্ট নিয়ে যাতে বিশ্বের অন্যান্য কোম্পানিও পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়ন করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে তারা।
তবে, পরিবেশবান্ধব এই বাইক বাজারে আসতে এখনো বেশ দেরি। বর্তমানে প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে এটি। চলতি বছরের শেষে এর প্রথম কার্যকরী মডেল আসতে পারে বলে ধারণা করছে ইগাস। এর দাম হতে পারে ১ হাজার ৪০০ ইউরো (প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা)।
সূত্র: রোড ডট সিসি
সস্তায় রয়েল এনফিল্ডের নতুন বাইক আসছে, দেখুন কী কী ফিচার থাকছে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।