ফুটবল ইতিহাসে প্রথম ‘সাদা কার্ড’

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠের শৃঙ্খলা বজায় রাখা এবং শাস্তি প্রদানের জন্য হলুদ ও লাল কার্ডের ব্যবহার করে থাকেন ম্যাচের রেফারি। খেলাটির টুকটাক খবরও যারা রাখেন, তারা কার্ড দু’টির ব্যবহার সম্পর্কে জানেন। লঘু অপরাধে হলুদ আর গুরুতর অপরাধে লাল কার্ড প্রদর্শন করে থাকেন রেফারি। এই দুই কার্ডের বাইরেও কি কিছু আছে? এতদিন ছিল না। সম্প্রতি ফুটবলে সাদা কার্ডের প্রবর্তন করেছেন পর্তুগিজ নারী রেফারি ক্যাটরিনা ক্যাম্পোস।

শনিবার পতুর্গালের উইমেনস কাপে স্পোর্তিং লিসবনের মুখোমুখি হয় বেনফিকা। ম্যাচটির এক সময় সাদা কার্ড প্রদর্শন করেন রেফারি ক্যাটরিনা। ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা রংয়ের কার্ড ব্যবহৃত হলো।

এই সাদা কার্ডের শাস্তি কী? বৃটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, লাল কিংবা হলুদের মতো এই কার্ডের কোনো শাস্তি নেই। ফেয়ার প্লে’র নির্দেশনা এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদানের জন্য এই সাদা কার্ড ব্যবহার করেন রেফারি ক্যাটরিনা।

ইতিহাস গড়া সেই ম্যাচটিতে রেকর্ড গড়েন দর্শকরাও। ১৫ হাজার ৩২ জন দর্শক স্টেডিয়ামে বসে বেনফিকা-লিসবনের লড়াই উপভোগ করে। পর্তুগালের ইতিহাসে কোনো নারী ফুটবল ম্যাচে এত বেশি দর্শক হয়নি কখনও।

জোড়া রেকর্ডের ম্যাচে স্পোর্তিং লিসবনকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বেনফিকা।

রাত পোহালেই মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল