স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফর বাংলাদেশের জন্য বরাবরই কঠিন। এবারও কঠিন কিছুর বার্তা দিলো অ্যান্টিগায় প্রথম টেস্টের প্রথম সেশনে। একে একে টপ-অর্ডারের তিন ব্যাটার সাজঘরে ফিরেছেন রানের খাতা না খুলেই।
অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সফরকারী বাংলাদেশ দল। ব্যাট করতে নেমে শুরুর ওভারেই সাজঘরে ফিরতে হয় মাহমুদল হাসান জয়কে।
কেমার রোচের করা ওভারটির দ্বিতিয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। এ নিয়ে পঞ্চমবার ডাক মেরেছেন এই ওপেনার।
রোচের দ্বিতীয় ওভারে আবারও উইকেট। নাজমুল হোসেন শান্তকেও রানের খাতা খোলার আগে বোল্ড করে ফিরিয়েছেন এই ডান-হাতি পেসার।
শান্তর বিদায়ের পর সদ্য বিদায়ী অধিনায়ক মুমিনুল হক আসেন বায়ট করতে। কিন্তু ব্যর্থ হয়েছেন। প্রস্তুতি ম্যাচে শূন্য আর ৪ রানের পর মূল ম্যাচে এসেও বদলায়নি ভাগ্য।
জেয়ডেন সিলসের বলে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন শূন্য হাতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯ রান। ১৯ রানে অপরাজিত আছেন তামিম ইকবাল। এই ১৮ রান নিয়ে দেশের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে পূর্ণ করেছেন ৫ হাজার রান। এর আগে গত মাসে ঘরের মাঠে পাঁচ হাজার রান পূর্ণ করেছিলেন মুশফিকুর রহিম।
কাতার বিশ্বকাপের ফাইনালে উঠতে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।