স্পোর্টস ডেস্ক : আইপিএলে ২০১৬ আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেন মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে সঙ্গে মায়াবি কাটার মিশিয়ে আলোকড় তুলেছিলেন তিনি। সঙ্গে ছিল স্লোয়ার। যা বোঝা ছিল কঠিন। ওই কাটার-স্লোয়ারের সঙ্গে ব্যাটারের স্টাম্প উপড়ে ফেলা ইয়র্কারও করতে দেখা গিয়েছিল মুস্তাফিজকে।
আলোড়ন তোলা মুস্তাফিজকে নিয়ে আইপিএলের ধারাভাষ্য কক্ষে দ্য ফিজ বলে সম্বোধন করা হতো। এমনকি ওই আসরে তার সতীর্থ ডেভিড ওয়ার্নার পর্যন্ত তাকে ফিজ নামে ডাকতেন। তবে ওই নাম তাকে প্রথম দিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বিশ্বকাপের পরে বাংলাদেশ দলে ফিজের অভিষেক হয় হাথুরুর অধীনে। তিনিই তাকে ফিজ নাম দেন বলে এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেছিলেন। আইপিএলের আগামী আসরে মুস্তাফিজ খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ক্লাবটি তাকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে কিনেছে।
তবে চেন্নাই এক্সপ্রেসের টিকিট হাতে ধরিয়ে দিয়ে সুপার কিংস তার নাম দিয়ে দিয়েছে ‘মুজ’। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে নিয়ে একটা পোস্ট দিয়েছে। সেখানে মুস্তাফিজ নামটা ছোট করে ‘মুজ’ লেখা হয়েছে।
চেন্নাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে স্বাগত জানিয়ে লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ। ওয়েলকাম টু দ্য প্রাইড, রহমান।’ পরে আরও একটি পোস্ট দিয়েছে ক্লাবটি। যার বাংলা অর্থ এমন, ‘বাংলা উপকূল থেকে ঝড় আসছে। চেন্নাইয়ে স্বাগতম মুস্তাফিজুর।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।