জুমবাংলা ডেস্ক: পুকুরের পানিতে ভাসছে বাংলাদেশের বিশালাকার লাল-সবুজের পতাকা। আলোকসজ্জার মাধ্যমে পুকুরের তলদেশে ফুটিয়ে তোলা হয়েছে এই লাল-সবুজ পতাকা। এমন দৃষ্টিনন্দন আয়োজন করেছে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এমন আয়োজন করা হয়।
ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিন ধরে মজা পুকুর খনন করে কর্মযজ্ঞটি সম্পন্ন করা হয়। এটার নাম দেওয়া হয়েছে ‘জলতরঙ্গে বিজয় নিশান’। শনিবার (২৬ মার্চ) রাতে সদর উপজেলা পরিষদের পাশের মুজিব চত্বর এলাকায় করা ‘জলতরঙ্গে বিজয় নিশান’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আগামী ৩১ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
পুকুরের নিচে থাকা সামান্য পানির একটু ওপরে সুতার সঙ্গে বাতি বেঁধে আলোকসজ্জার মাধ্যমে জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে। এ জন্য ব্যবহার করা হয়েছে ৯২ হাজার ৩৪০টি মরিচবাতি। পতাকাটির দৈর্ঘ্য ১৬০ ফুট ও প্রস্থ ৯৬ ফুট। এতে ব্যবহার করা হয়েছে সবুজ বাতি আর ৩২ ফুট বৃত্তে লাল বাতি। এ ছাড়া পুকুরের চারদিকে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এসব চিত্রের মধ্যে রয়েছে মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ফ্লাইওভার, বঙ্গবন্ধু স্যাটেলাইট।
পুকুরের একপাশে লেখা রয়েছে ‘আই লাভ বঙ্গবন্ধু’। অন্যপাশে ‘দ্য মাদার অব হিউম্যানিটি’। আর একপাশে ১০০ ফুট দৈর্ঘ্যরে নৌকা। যে নৌকার এক পাশে বঙ্গবন্ধুর ছবি, আরেক পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, এটি ইনস্টলেশন আর্টের মর্যাদা পেয়েছে। এটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তকে ধন্যবাদ জানান এমন ব্যতিক্রম উদ্যোগের জন্য। ‘জলতরঙ্গে বিজয় নিশান’ বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.