আন্তর্জাতিক ডেস্ক : বিয়েতে ফুলের একটা বড় ভূমিকার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বরকনে থেকে শুরু করে চারধারের সাজসজ্জা, সর্বত্রই নানা রঙের ফুল পরিবেশটাই বদলে দেয়। তবে সব সময় কি ফুলই পরিবেশ বদলে দেয়? অন্য কিছুও তো নজর কেড়ে নিতে পারে।
যেমন এক তরুণ তরুণী বিয়ে করলেন যাবতীয় রীতি মেনে। কিন্তু তাঁদের বিয়েতে ফুলের ব্যবহার হল না। আবার কনের হাতে ফুলের তোড়া না থাকলে তো মানায় না!
কনে কিন্তু তোড়া হাতে নিয়েছিলেন। হাসিমুখে তা নিয়ে ছবিও তোলেন। তবে সে তোড়া ফুলের নয়। এমনকি তাঁর সঙ্গে তাঁর যে বান্ধবীরা ছিলেন তাঁদের হাতেও ফুলের তোড়া ছিলনা। ছিল বেতের সাজিতে বিশেষ সজ্জা।
ফিলিপিন্সে পেঁয়াজের খুব কদর। তা বলে ফুলের বদলে পেঁয়াজ! একটু অবাক করা হলেও পেঁয়াজ দিয়ে ফুলের তোড়ার মতই এক তোড়া বানানো হয়েছিল। পেঁয়াজ গেঁথেই জন্ম নিয়েছিল সেই পেঁয়াজের তোড়া। যা কনের হাতে ঝলমল করেছে সারাক্ষণ।
শুধু কনে নন, তাঁর বান্ধবীরাও পেঁয়াজ সাজিতে সাজিয়ে হাসিমুখে বিয়ে বাড়িতে ঘুরে বেড়ান। ফিলিপিন্সের ইলোইলো শহরে একটি বিয়ের অনুষ্ঠানে এমন পেঁয়াজের সাজসজ্জা গোটা বিশ্বকে চমকে দিয়েছে।
কিন্তু এমন পেঁয়াজের ফুলের তোড়া কেন? জানা যাচ্ছে কনে নাকি আগেই এমন এক পেঁয়াজের তৈরি ফুলের তোড়া কোথাও একটা দেখেছিলেন। যা দেখে তাঁর খুব পছন্দ হয়। তিনি তাই নিজের বিয়েতেও ফুল নয়, পেঁয়াজের তোড়াকেই প্রাধান্য দিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।