স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের প্রথম দিন থেকেই দক্ষিণ আফ্রিকা স্বাবলীল ব্যাটিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে রেখেছিল। প্রায় দেড় দিন ব্যাটিং করে প্রথম ইনিংসে দাঁড় করিয়েছে পাহাড় সমান। যা তাড়ায় নেমে দ্বিতীয় দিনের শেষ বিকালে বাংলাদেশের ব্যাটারদের করুণ অবস্থা হয়েছে। তৃতীয় দিন যদি ব্যাটিং বিপর্যয়ে ঘুরে না দাঁড়াতে পারে তাহলে শঙ্কা রয়েছে ফলোঅনে পরারও।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। প্রথম ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। দ্বিতীয় দিনের শেষ বিকেলে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নামা স্বাগতিকরা ৩৮ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলেছে। আজ সকালে তৃতীয় দিনের খেলায় ব্যাটিংয়ে এমন অসস্ত্বি নিয়েই নামবে শান্তবাহিনী।
এর আগে হতাশায় জর্জরিত প্রথম দিন কাটানোর পর বাংলাদেশের সামনে দ্বিতীয় দিনে ছিল ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। বুধবার প্রথম সেশন শেষে একটু হলেও সেটি পাওয়া গেছে। যদিও শুরুটা ভালো হয়নি। দিনের প্রথম ১৫ ওভারে ৫৯ রান তোলে প্রোটিয়ারা, বাংলাদেশের বোলাররাও তৈরি করতে পারেননি সুযোগ । ডেভিড বেডিংহ্যাম ও টনি ডি জর্জি জুটি ওয়ানডে মেজাজে রান তুলতে থাকে। তাতে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নেন বেডিংহ্যাম, আগের দিনই সেঞ্চুরি ছুঁয়ে ফেলা জর্জি করেন ১৫০ আর স্বাগতিকদের বাড়ছিল হতাশা। দিনের ১৮তম ওভারে বল করতে এসে এ বেডিংহ্যামকে ৫৯ রানে ফিরিয়ে এ জুটি ভাঙেন তাইজুল ইসলাম।
এছাড়া এদিন তিনি আরো ফেরান জর্জি, কাইল ভেরাই ও রিকটেলটন তাতে তার পূরণ হয় প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ফাইফার। এ নিয়ে টেস্টের এক ইনিংসে ১৪তম বারের মতো পাঁচ উইকেট পেলেন তাইজুল। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ১৯ বার এই কীর্তি ছিল সাকিব আল হাসানের। অন্যদেক তাইজুলের ঘূর্ণিকে এক পেশে রেখে স্বাগতিক বোলারদের পরীক্ষা নিয়ে রান তুলে যাচ্ছিল সপ্তম ব্যাটার হিসেবে উইকেটে আসা মুল্ডার এ সময় তাকে অষ্টম জুটিতে যোগ্য সঙ্গ দেয় সেনুরান মুতোসামি। এ জুটি আর ভাঙতে পারেনি স্বাগতিকরা, তারা করে ১৫২ রান মাঝে মুল্ডার পূরণ করেন সেঞ্চুরি ও মুতোসামি খেলেন অর্ধশত রানের ইনিংস তারও সেঞ্চুরি পাওয়ার সম্ভাবনা ছিল তবে তার আগেই নিজেদের পাহাড় সমান রান হওয়ার পর ইনিংস ঘোষণা করে দেয় সফরকারীরা।
যুক্তরাষ্ট্রে শীর্ষ ১০ সিনেমার দ্বিতীয়তে বাংলাদেশের ‘মাসুদ রানা’
এদিকে ধারণা ছিল ব্যাট হাতে নিজেদের প্রথম ইংনিংসে প্রোটিয়াদের মতই স্বাবলীল দেখা যাবে স্বাগতিকদেরও। কিন্তু দলীয় ১০ রানেই সাজঘরের পথ দেখেন ওপেনার সাদমান ইসলাম সেই শুরু দিনের খেলা শেষ হওয়ার আগ অবদি সাজঘরে ফেরেন আরও তিন ব্যাটার। তাতে দলীয় ৩২ রানেই হারায় ৪ উইকেট। শেষ অবদি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬ বলে ৪ ও মুমিনুল হক সৌরভ ১০ বলে ৬ রান করে অপরাজিত আছেন, এই দুই জনই বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শুরু করতে, তাদের ব্যাটের দিকেই তাকিয়ে গোটা দেশের সমর্থকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।