বিয়ের পিঁড়িতে বসলেন ফুটবলার স্বপ্না

ফুটবলার স্বপ্না

স্পোর্টস ডেস্ক : গত বছর মে মাসে হঠাৎ করে ফুটবলকে বিদায় বলে বাফুফে ক্যাম্প ছেড়ে বাসায় চলে গিয়েছিলেন জাতীয় দলের ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন করানোর অন্যতম কারিগর স্বপ্না নতুন জীবন শুরু করেছেন আজ।

ফুটবলার স্বপ্না

স্বপ্নার বর সৌদি আরব প্রবাসী সুবেহ সাদিক মুন্না। বাংলাদেশে ব্রাক্ষণবাড়িয়া জেলার পায়রা চর গ্রামের সরকার বাড়ির ছেলে। প্রবাসী বাবার হাত ধরে মুন্না ৫ বছর ধরে সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করছেন। বিয়ের পর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বপ্না।

গত বছর ২০২৩ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্প থেকে নিজ জেলা রংপুরে চলে যান স্বপ্না এবং ২৬ মে ফেসবুকে এক স্যাটাটাসের মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি।