লাইফস্টাইল ডেস্ক : শিশু হোক বা বয়স্ক, কিংবা রোগী- সকলের জন্যই বেদানা খুব উপকারী। রক্তাল্পতার সমস্যা থেকে দুর্বলভাব কাটাতে ভীষণ কার্যকরী লাল দানার এই ফল। কিন্তু, সকলের বেদানা খাওয়া উচিত নয়।
রক্তাল্পতার সমস্যায় বেদানা খুবই কার্যকরী। কিন্তু, এই সমস্যা থাকলেও সকলের এই ফল খাওয়া উচিত নয়। বেদানা খাওয়ার ফলে অনেকেরই শরীর সুস্থ হওয়ার বদলে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রক্তচাপ কম থাকলে বেদানা খাওয়া উচিত নয়। বেদানা সাধারণত ঠান্ডা ফল। ফলে যাঁদের রক্তচাপ কম, তাঁরা বেদানা খেলে রক্ত সঞ্চালনের গতি আরও ধীর হয়ে যেতে পারে।
ডায়াবেটিস রোগীদেরও বেদানা খাওয়া উচিত নয়। বেদানা মিষ্টিজাতীয় ফল। এটা নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ফলে ডায়াবেটিকদের বেদানা এড়িয়ে চলার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
হজমের সমস্যায় ধনে খুব উপকারী। প্রতিদিন সকালে ধনে বীজ ভেজানো জল খেলে বিপাকক্রিয়ার উন্নতি হয়। ফলে হজম ক্ষমতা বাড়ে।
যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাঁদেরও বেদানা এড়িয়ে চলার পরামর্শ দেন চিকিৎসকেরা। বেদানা খেলে অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। তবে এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।
কথাতেই আছে, খালি পেটে জল আর ভরা পেটে ফল। বেদানাও খালি পেটে খাওয়া একেবারে উচিত নয়। খালি পেটে বেদানা খেলে অ্যাসিডিটি-সহ নানা শারীরিক সমস্যা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।