জুমবাংলা ডেস্ক : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি পুকুরে মিলল চারটি ইলিশ। মালিক নিজেও জানেন না, তার পুকুরে ইলিশগুলো কীভাবে এসেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ সরদারের বাড়ির পুকুরে ইলিশগুলো পাওয়া যায়।
ওই ওয়ার্ডের সদস্য মো. কাইয়ুম বলেন, “ফিরোজের বাড়ির পুকুর সেচ দেওয়া হয়। সেচের পর অন্য মাছের সাথে চারটি ইলিশও পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম হবে।”
ফিরোজ সরদার জানান, পুকুরে ইলিশ থাকার বিষয়টি আগে তিনি জানতেন না। সেচের পর অন্য মাছের সঙ্গে ইলিশগুলো ধরা পড়ে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা পুকুর পাড়ে ভিড় করেন।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, “নদী থেকে ইলিশগুলো ধরে হয়ত কেউ ওই পুকুরে ছেড়েছেন।”
এ মৎস্য কর্মকর্তা বলেন, “পুকুরে ইলিশ চাষ করা যায়। কিন্তু বাণিজ্যিকভাবে করা যাবে না। কারণ পুকুরে এ মাছ বেশি বড় হবে না; স্বাদও পাওয়া যাবে না।
“দুই-তিন বছর পুকুরে থাকলে ৩০০/৪০০ গ্রামের বেশি ওজনও হয় না। তাই পুকুরে বাণিজ্যিকভাবে ইলিশ চাষে যে অর্থ ব্যয় হবে, তা ওঠানো সম্ভব হবে না।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।