Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home চার আইনজীবী সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি
জাতীয়

চার আইনজীবী সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি

Tarek HasanJanuary 1, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আদালত বর্জন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আইনজীবীদের চারটি সংগঠন। আজ রোববার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আদালত বর্জনের সমর্থনে সভা করে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। আর আদালত বর্জনের নামে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট বার ও আওয়ামী আইনজীবী পরিষদ। এছাড়া পৃথক সংবাদ সম্মেলন করে আদালত বর্জনের ঘোষণা দেন জামায়াতপন্থী আইনজীবীরা।

পাল্টাপাল্টি কর্মসূচি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি :
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মো.আব্দুন নূর দুলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, জাতীয় নির্বাচন একটি সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতা। এই নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন প্রতিহত করার নামে আইনজীবী ফোরাম আদালত বর্জনের যে ডাক দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এরূপ আহ্বান গণতন্ত্র–আইনের শাসনের পরিপন্থী এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে যে, দেশের সকল আদালত যথারীতি খোলা থাকবে। এ সময় বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অন্যান্য নেতা এবং আওয়ামী সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ :
আদালত বর্জনের সিদ্ধান্তের প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বারের সংবাদ সম্মেলনের পরপরই আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ন সংবাদ সম্মেলনে কথা বলে। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট বশির আহমেদসহ আওয়ামীপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে তারা আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

আদালত বর্জনের সমর্থনে সভা:
আদালত বর্জনের সমর্থনে সভা করেছে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। ‘আইনজীবী বৃন্দ সুপ্রিম কোর্ট বার’ ব্যানারে এই সভা করা হয়। এতে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

সেন্টমার্টিন যেতে সময়-খরচ কমলো

লইয়ার্স কাউন্সিল:
বিএনপিসহ সরকার বিরোধী আইনজীবীদের পর এবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। তারা ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলন ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল’ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। সূত্র : আজকের পত্রিকা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আইনজীবী কর্মসূচি চার পাল্টাপাল্টি সংগঠনের
Related Posts
জ্বালানি বিপণন ডিপো

দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো বিপিসির উদ্বোধন বুধবার

December 16, 2025
DR

ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা

December 16, 2025
প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না : প্রধান উপদেষ্টা

December 16, 2025
Latest News
জ্বালানি বিপণন ডিপো

দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো বিপিসির উদ্বোধন বুধবার

DR

ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না : প্রধান উপদেষ্টা

Girls

ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি তৈরি করবে : তথ্য উপদেষ্টা

বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভারতের ট্রলার ডুবি নিয়ে ‘ভিত্তিহীন সংবাদ’ প্রচার

প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

হাদির স্বাস্থের সর্বশেষ অবস্থা

হাদির স্বাস্থের সর্বশেষ অবস্থা জানালেন তার ভাই

বিজয় দিবসে সশস্ত্র বাহিনী

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা

দৃষ্টিনন্দন এয়ার শো

দৃষ্টিনন্দন এয়ার শো, দর্শনার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

হাদি

বর্তমানে হাদির স্বাস্থের অবস্থা কেমন? সিঙ্গাপুর থেকে জানালেন তার ভাই

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.