ফ্রান্সকে হারিয়ে যা বললেন লুকা মদ্রিচ

লুকা মদ্রিচ

স্পোর্টস ডেস্ক : উইরোপের উয়েফা নেশন্স লিগের ম্যাচে গতরাতে ফ্রান্সকে হারিয়েছে ক্রোয়েশিয়া। ফ্রান্সের ঘরের মাঠে ১-০ গোলের জয় তুলে নিয়েছে ক্রোয়েটরা। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ। ম্যাচ শেষে মদ্রিচ কথা বলেছেন আসন্ন বিশ্বকাপ নিয়ে।

লুকা মদ্রিচ

সেখানে মেসির আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে দেখছেন তিনি। ‘বিশ্বকাপে আর্জেন্টিনাই ফেভারিট’, ফ্রান্সকে হারিয়ে বললেন লুকা মদ্রিচ। কদিন আগে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বলেছিলেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলান মান ইউরোপীয়দের মতো উন্নত নয়।

এমবাপ্পের এমন মন্তব্যের প্রেক্ষিতে মদ্রিচ বলেন, ‘আমি জানি না পার্থক্য আছে কিনা। একেক মহাদেশে একেক ধরনের ফুটবল খেলা হয়। আমি নিশ্চিত ল্যাতিন আমেরিকায়ও অনেক ভালো দল রয়েছে। দারুণ সব প্রতিভার রয়েছে ল্যাতিনে। ইউরোপের মতো সেখানেও সব ম্যাচ কঠিন।’

হামিংবার্ড রোবট যেনো একদম জীবন্ত পাখি

মদ্রিচের মতে, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এখন ঐক্যবদ্ধ একটি দল। তিনি বলেন, ‘মেসির নেতৃত্বে তারা দারুণ একটি দলে পরিণত হয়েছে। মেসি খুবই ব্যতিক্রম একজন খেলোয়াড়। তারা সবাই এখন ঐক্যবদ্ধ। তারা খুব বেশি ম্যাচ হারেনি। এটিই অনেক কিছু প্রমাণ করে। মেসি থাকায় তারা সবসময়ই বিশ্বকাপে ফেবারিট।’