জুমবাংলা ডেস্ক : ঢাকা মেডিকেল চত্ত্বর থেকে এক নারী প্রতারককে আটক করেছে আনসার সদস্যরা। তার নাম শারমিন (৪৫)।
আনসার সদস্যরা জানিয়েছেন, হাসপাতালে আসা রোগীদের ওপর চেতনানাশক প্রয়োগ করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিতেন শারমিন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়।
ভুক্তভোগী সুফিয়া বেগম জানান, তিনি টাঙাইল সদর উপজেলা থেকে চিকিৎসার জন্য সকালে একাই ঢাকা মেডিকেলে আসেন। বহিঃবিভাগ থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার জন্য হাসপাতালের সামনের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। বাগান গেটের সামনে আসলে ওই নারী (শারমিন) তার মুখের সামনে হাত দিয়ে কিছু একটি ছড়িয়ে দেন। এরপরই ধীরে ধীরে তিনি খারাপ অনুভব করেতে থাকেন। এরপর খেয়াল করেন, ওই নারী তার সঙ্গে থাকা ব্যাগের চেইন খুলে ভিতরে হাত দিয়ে কিছু বের করার চেষ্টা করছে। তখন তিনি তাকে বাধা দেন। এতেই উল্টো চড়াও হন ভুক্তভোগীর ওপর।
তিনি জানান, উপায়ন্ত না পেয়ে বাগান গেটে ডিউটিরত আনসার সদস্যদের বিষয়টি জানান। তখন ওই আনসার সদস্যরা প্রতারক নারীকে আটক করে পরিচালকের কার্যালয়ে নিয়ে যান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আগত রোগীদের ওপর চেতনানাশক প্রয়োগ করে টাকা-পয়সা হাতিয়ে নিতো ওই নারী প্রতারক। ওই নারীর সঙ্গে এক পুরিয়া গাঁজাও পাওয়া গেছে। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। থানা পুলিশ পরবর্তীতে ব্যবস্থা নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।