ব্রাইটন থেকে চেলসিতে সানচেস

সানচেস

স্পোর্টস ডেস্ক : জুনে চেলসি থেকে আল হিলালে যোগ দিয়েছেন গোলকিপার এডুয়ার্ড মেন্ডি। তার পর থেকে ইংলিশ ক্লাবটি গোলকিপিং অপশন জোরদার করার লক্ষ্যে নতুন কাউকে খুঁজছিল। শেষ পর্যন্ত স্প্যানিশ গোলকিপার রবের্ত সানচেসকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে দলে ভিড়িয়েছে চেলসি।

সানচেস

২৫ বছর বয়সী স্ট্যামফোর্ড ব্রিজে সাত বছরের চুক্তি করেছেন। ব্রিটিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে, সানচেসকে ২৫ মিলিয়ন পাউন্ড দেবে তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ১২তম হওয়ার পর থেকে নতুন কোচ মউরিসিও পচেত্তিনোর অধীনে ভাগ্য বদলের আশায় রয়েছে চেলসি। কারণ ১৯৯৪ সালের পর এটা ছিল তাদের সবচেয়ে বাজে অবস্থান।

ব্রাইটন অ্যাকাডেমিতে ২০১৩ সালে যোগ দেওয়া সানচেস ৮৭টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন।

চেলসি পচেত্তিনোর অধীনে প্রথম মৌসুমে খেলার আগে ভালোমতোই দল সাজাচ্ছে। তার সময়ে সানচেস হচ্ছেন দলের ষষ্ঠ সাইনিং। এরই মধ্যে আক্রমণে ধার বাড়াতে লাইপজিগ থেকে ক্রিস্টফার এনকুনকুকে দলে ভিড়িয়েছে। ভিয়ারিয়াল থেকে দলভুক্ত করা হয়েছে নিকোলাস জ্যাকসনকেও।

সাকিবকে নিয়ে যে সন্দেহের কথা জানালেন পাপন

পাশাপাশি অবশ্য হাইপ্রোফাইল তারকাদের দল ছাড়ার ঘটনাও ঘটেছে। চলে গেছেন কাই হাভার্টজ, ম্যাসন মাউন্ট, মাতেও কোভাচিচ ও কালিদু কুলিবালির মতো তারকারা।