জুমবাংলা ডেস্ক : রাজধানীর পল্লবীতে এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে স্কুলের গাছ কেটে বাসার ফার্নিচার বানানোর অভিযোগ পাওয়া গেছে। ওই আওয়ামী লীগ নেতার নাম মো. গিয়াস উদ্দিন বেপারি। তিনি ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি মিরপুর ৬ নম্বর আদর্শ নিকেতন স্কুলের সভাপতি থাকাকালীন বাসার ফার্নিচার বানানো, লোক নিয়োগ ও ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতি করেন। এসব বিষয়ে গত ১৯ মার্চ পল্লবী থানায় অভিযোগ করেন স্থানীয় মো. মাসুদ রানা।
অভিযোগে তিনি বলছেন, মিরপুর ৬ নম্বর আদর্শ নিকেতন স্কুলের সভাপতি থাকাকালীন বাসার ফার্নিচার বানানো, লোক নিয়োগ ও ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতি করেন গিয়াস উদ্দিন। তিনি মিরপুর ৬ নং মসজিদ মাদ্রাসা মার্কেট বাজার কমপ্লেক্সের ১৭ বছর সেক্রেটারির দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকাকালীন মসজিদ-মাদ্রাসার দোকান বরাদ্দ, ভাড়া উত্তোলন ও এতিমদের খাদ্য থেকে লুটপাট করে ৩০ থেকে ৩২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
গিয়াস উদ্দিন বাড়ি-ঘর দখল এবং অবৈধভাবে টাকা আয় করে গাজীপুরের কালিয়াকৈর থানার বোয়ালী বাজারে তিন একর জমি এবং হাজী মার্কেটে একটি বাড়ি নির্মাণ করেছেন। স্থানীয়রা মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের খাসি দান করলে, সেই খাসি গিয়াস উদ্দিন বাসায় নিয়ে যেতেন। এমনকি এতিমদের রান্না করা খাবারও নিয়মিত তার বাসায় চলে যেতো।
অভিযোগে তিনি আরও বলছেন, ‘পল্লবীর ব্লক-সি, রোড-১৬ এর ৬/১ নম্বরে অবস্থিত আমার বাড়িটি। গিয়াস উদ্দিনের দখলে থাকা সেকশন-৬, ব্লক-ডি, লেন-১৬ এর ১১ নম্বর আমেনা ম্যানশন বাড়ির একাংশ আমার জায়গা রয়েছে। তিনি বাড়ি করার সময় আমার জায়গাটি দখল করে বাড়ি বানালেও দীর্ঘদিন ধরে তা উদ্ধার করতে পারিনি। এমনকি তিনি আমার ৬/১ নম্বরে অবস্থিত বাড়িটি দখল করার জন্য প্রকাশ্যে গুলিও করেন। সর্বশেষ গত ১১ মার্চ দুপুরে গিয়াস উদ্দিন অজ্ঞাত লোকজন পাঠিয়ে আমার বাড়ি খালি করার জন্য হুমকি দিয়েছেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে গিয়াস উদ্দিনের নির্দেশে ছাত্র আন্দোলনের সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্যরা সাধারণ ছাত্র জনতার ওপর আক্রমণ করে। আওয়ামী লীগের দোসর গিয়াস উদ্দিন একাধিক মামলার আসামি। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে পল্লবী থানার এসআই জাহাঙ্গীর জানান, আমরা অভিযোগটি তদন্ত করে দেখছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।