আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বে গাধার সংখ্যায় পাকিস্তানের অবস্থান এখন তৃতীয়। গাধার সংখ্যায় এক নম্বরে চীন আর দুই নম্বরে আফ্রিকার দেশ ইথিওপিয়া।
সম্প্রতি প্রকাশিত পাকিস্তানের ২০২১-২২ অর্থবছরের অর্থনৈতিক সমীক্ষাতে বলা হয়েছে ২০২১-২২ সালে পাকিস্তানে গাধার সংখ্যা বেড়ে ৫৭ লাখে দাঁড়িয়েছে। পূর্বের বছর এটা ছিল ৫৬ লাখ। তার আগের বছর ছিল ৫৫ লাখ।
তবে ভেড়া, মহিষ, ছাগল পালনেও পিছিয়ে নেই পাকিস্তান। দেশটিতে ৪.৩৭ কোটি মহিষ, ৩.১৯ কোটি ভেড়া এবং একই সংখ্যক ছাগল রয়েছে। এছাড়া রয়েছে ১১ লাখ উট, ৪ লাখ ঘোড়া ও ২ লাখ খচ্চর। তবে ২০১৭-১৮ সাল থেকে তাদের সংখ্যার কোন পরিবর্তন হয়নি।
দেশটির ২০২১-২২ অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, সরকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনের জন্য প্রাণিসম্পদ খাতে নতুন করে মনোযোগ দিচ্ছে। বর্তমানে পাকিস্তানে ৮০ লাখেরও বেশি গ্রামীণ পরিবার গবাদিপশু উৎপাদনে নিয়োজিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।