বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভাঁজ করা যায় এমন নতুন ফোন আনলো স্যামসাং। ফ্লিপ৫ মডেলটি আগের চেয়ে পাতলা। ৭.৬ ইঞ্চি স্ক্রিনের ফোল্ডেবল ফোনটি হালকা ও পাতলা। বার্তা সংস্থা রয়টার্সের এই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফোনে রয়েছে বড় বাস্পীয় চেম্বার। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ৮জেন ২ চিপসেট।
কনটেন্টকে ভালো করে দেখার জন্য বড় স্ক্রিন আনার প্রয়াস নিয়ে গত ২০১৯ সাল থেকে এমন ভাঁজযোগ্য ফোন আনা শুরু করেছে তারা। আবার ভাঁজযোগ্য হওয়ায় মূল ফোনের আকৃতিও ঠিক থাকে। আবার অ্যাপলের সঙ্গে পাল্লা দিয়ে গত তিন বছর ধরে ফোনের দামে তেমন কোনও পরিবর্তন আনছে না স্যামসাং।
রয়টার্স জানায়, উন্মোচিত হওয়া স্যামসাংয়ের দু’টি মডেলের মধ্যে গ্যালাক্সি জেড ফ্লিপ৫ এর মূল্য ৯৯৯.৯৯ ডলার। আর বড় গ্যালাক্সি জেড ফোল্ড৫ এর মূল্য শুরু হয়েছে ১ হাজার ৭৯৯.৯৯ ডলার। আগস্টের ১১ তারিখ থেকে ফোনটি বিক্রয়ের জন্য উন্মুক্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।