সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস আলীর জুয়া খেলার একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত শুক্রবার ‘আমাদের মানিকগঞ্জ’ নামের একটি ফেসবুক পেইজে পোস্ট করা সেই ছবি ঘিরে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ওই পোস্টে লেখা হয়েছে- এই হলো দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালা কুদ্দুস। একজন জুয়াড়ি কিভাবে আওয়ামী লীগের মতো সংগঠনের সাধারণ সম্পাদক পদে থাকে এবং আবার হতে চায়?
সংশ্লিষ্ট জানা গেছে, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস আলী ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে তিনি বিএনপির ছাত্রদলের দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করলে তিনি সুযোগ বুঝে রাতারাতি দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করেন।
এ ব্যাপারে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কখনো জুয়া খেলি না। কে বা কারা ফেক আইডিতে কি ছেড়েছে সে বিষয়ে আমার কোন মন্তব্য নেই।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।