জুমবাংলা ডেস্ক : বরিশাল নগরীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী তরুণী। গত মঙ্গলবার বিকেলে নগরীর রূপাতলী আবাসিক এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ইমরান আলী শোভন রূপাতলীর নতুন আবাসিক এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি নগরীর ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদল নেতা হিসেবে পরিচিত।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সংধবদ্ধ ধর্ষণের শিকার ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মডেল থানায় মামলা করেছেন। ওই মামলায় ইমরান আলী শোভনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী বরিশাল নগরীর বাসিন্দা। তিনি জানান, মঙ্গলবার বিকেলে বন্ধুর সঙ্গে রূপাতলী নতুন আবাসিক এলাকায় যান। পরে তাকে দাঁড় করিয়ে রেখে সে বন্ধু অপর বন্ধুর সাথে দেখা করতে ওপরের বাসার যান। তখন বাড়ির মালিক শোভনসহ বেশ কয়েকজন মিলে তাকে বাড়ির ভিতরে নিয়ে আলাদা একটি রুমে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
এসময় তরুণীর সাথে থাকা বন্ধুর মোটরসাইকেল আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদার টাকা না পাওয়ায় বেধরক মারধর করা হয় তরুণীর বন্ধুকে।
বুধবার সকালে ওই তরুণীর বন্ধু চাঁদার টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে তাদের কাছ থেকে পালিয়ে গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই রুম থেকে তরুণীকে উদ্ধার ও শোভনকে গ্রেপ্তার করে। তবে বাকি অভিযুক্তরা পালিয়ে যায়।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘ঘটনায় একজনের নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে ওই তরুণী। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তাছাড়া ভুক্তভোগী তরুণীর মেডিকেল পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।