কার্তিককে নিয়ে গম্ভীরের প্রশ্নের কড়া জবাব দিলেন গাভাস্কার

গম্ভীর-গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দীনেশ কার্তিকের ভাল পারফরম্যান্সের পরে তাঁকে চলতি বছরের টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে দেখতে চেয়েছিলেন সুনীল গাওস্কর। এখনও বিশ্বকাপের দল ঘোষণা না হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে সুযোগ পেয়েছেন কার্তিক। চতুর্থ ম্যাচে অর্ধশতরান করে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন। ভারতীয় দলে কার্তিকের সুযোগ পাওয়া নিয়ে গৌতম গম্ভীরের মন্তব্যের সমালোচনা করেছেন গাওস্কর। নাম না করে গম্ভীরকে কড়া জবাব দিয়েছেন তিনি।
গম্ভীর-গাভাস্কার
রাজকোটে চতুর্থ টি২০-র আগে সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীর বলেন, ‘‘যদি কার্তিক বিশ্বকাপের দলে সুযোগ না পায়, তা হলে ওকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ দেওয়ার কোনও মানে নেই। কেন ওকে খেলানো হচ্ছে?’’ গম্ভীরের এই কথাতেই চটেন গাওস্কর। নাম না করে বলেন, ‘‘আমি জানি অনেকে বলছে, বিশ্বকাপের দলে সুযোগ না পেলে কেন কার্তিককে এখানে খেলানো হচ্ছে। কী ভাবে তারা বুঝছে যে, কার্তিক বিশ্বকাপের দলে সুযোগ পাবে না? কার্তিকই ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারে। নাম দেখে নয়, ফর্ম দেখে সবাইকে দলে সুযোগ দেওয়া উচিত।’’

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন কার্তিক। জাতীয় দলের হয়েও সেই কাজটা করছেন। কার্তিকের ধারাবাহিকতায় মুগ্ধ গাওস্কর বলেছেন, ‘‘ও বেশি সুযোগ পাবে না। ৬-৭ নম্বরে ব্যাট করে বেশি অর্ধশতরান করা কঠিন। কিন্তু যখনই সুযোগ পাবে ২০ বলে ৪০ রান করে আসবে। সেটাই গুরুত্বপূর্ণ। শেষ দিকে এই ২০-৩০ রান হার-জিতের পার্থক্য গড়ে দেয়।’’

কার্তিকের রানের খিদে তাঁকে ফের জাতীয় দলে জায়গা করে দিয়েছে বলে জানিয়েছেন গাওস্কর। ভারতীয় জার্সিতেও কার্তিকের মধ্যে সেই রানের খিদে তিনি দেখতে পাচ্ছেন। গাওস্কর বলেছেন, ‘‘কার্তিক দেখিয়েছে খেলার ইচ্ছা ও রানের খিদে এক জন ক্রিকেটারকে কোথায় নিয়ে যেতে পারে। রান করতেই ও মাঠে নামে। নিজের সেরাটা দেয়। এখনও কার্তিকের মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে।’’

‘আনুশকাকে বিয়ের পর কোহলি খারাপ খেলছে কথাটা সত্য নয়’