আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত বোমা হামলায় অন্তত এক হাজার মসজিদ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মসজিদগুলো সংস্কার করতে অন্তত ৫০ কোটি ডলার লাগবে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য আনা যায়।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি, আহত ৫০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগিই বেসামরিক।
সরকারি হিসেব অনুযায়ী, গাজা উপত্যকায় ১২০০ মসজিদ রয়েছে। এর মধ্যে ১ হাজার মসজিদই ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন শতাধিক ইমাম।
জুমবাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের হামলায় অনেক কবরস্থানও ধ্বংস হয়ে যাচ্ছে, মাটি থেকে বের হয়ে আসছে দেহাবশেষ। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন এটি।’
মসজিদ ছাড়াও একটি গির্জা, মাদ্রাসা, একটি ব্যাংকের সদর দপ্তরও ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।