আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বৃহস্পতিবার গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের জন্য ২৭ টন মানবিক সাহায্য পাঠিয়েছে। এই সহায়তা মিশর থেকে গাজায় পাঠানো হবে। মস্কোর জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ডেপুটি মন্ত্রী ইলিয়া ডেনিসভ এক বিৃতিতে বলেন, ‘এসব সাহায্য নিয়ে একটি বিশেষ বিমান মিশরের এল-আরিশের উদ্দেশে মস্কোর কাছের রামেনস্কয় বিমানবন্দর থেকে যাত্রা করেছে।
শাহরুখ খানের জীবনের ৪টি কালো সত্য, যা আজও তাকে তাড়া করে বেড়ায়
রাশিয়ার মানবিক সহায়তা গাজা উপত্যকায় পাঠানোর জন্য মিশরীয় রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।