গা.জায় অচিরেই জ্বালানী সংকটের আশংকা করছে জাতিসংঘ

জ্বালানী সংকট

আন্তর্জাতিক ডেস্ক : গা.জায় আরও মানবিক ত্রাণ প্রবেশ করেছে গতকাল রবিবার। তবে ফি.লিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের যে ত্রাণ সংস্থা আছে, তারা সতর্ক করেছে যে বুধবার নাগাদ জ্বালানী শেষ হয়ে যাবে। হামাসের ওপর ই.সরাইলি বি.মান হাম.লা এবং সম্ভাব্য স্থল আ.ক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জ্বালানী সংকট

ঐ সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলছেন, জ্বালানী ছাড়া কোনো পানি থাকবে না, হাসপাতাল এবং বেকারি চলবে না, যাদের ত্রাণ প্রয়োজন, তাদের কাছে ত্রাণ পৌঁছোবে না, কোনো মানবিক সাহায্য দেয়া যাবে না।

তিনি বলেন, ঐ সংস্থা বর্তমানে গাজার গৃহহীন প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ৫ লক্ষ মানুষকে সাহায্য করছে। গাজার মানুষ, যাদের প্রয়োজন প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে, জ্বালানী ছাড়া আমরা তাদের সাহায্য করতে পারবো না।

তিনি তাৎক্ষণিকভাবে গা.জায় জ্বালানী সরবরাহের অনুমতি দেবার জন্য সব পক্ষের প্রতি আহবান জানান।

সংস্থাটি বলছে, ৭ অক্টোবর হামা.সের হাম.লার পর থেকে তাদের ২৯ জন ক.র্মী নি.হত হয়েছে।

সরকারি অনুদানের রিং পেলেন মাছ বিক্রেতা ও গাড়িচালক

ইসরা.ইলে হা.মাসের ঐ হাম.লায় ১৪০০ মানুষ নি.হত হয়। ফিলি.স্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরা.ইলের পা.ল্টা হা.মলায় প্রায় ৪,৪০০ মানুষ নিহ.ত হয়েছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা