সম্মেলনের ১৯ মাস পর গাজীপুর মহানগর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Awame-League

জুমবাংলা ডেস্ক : গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

Awame-League

গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলনে ১৯ নভেম্বর ২০২২ সালে রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়। তখন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর ১৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো।

নতুন কমিটিতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সভাপতি ও সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত করা হয়েছে।

সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শামসুন্নাহার ভূঁইয়াকে, ২নং সহ-সভাপতি করা হয়েছে মতিউর রহমানকে; যিনি আগের কমিটিতে যুগ্ম সম্পাদক পদে ছিলেন।

১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিপন সরকার; যিনি আগের কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন। ২নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কাজী ইলিয়াস; যিনি আগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান; যিনি আগের কমিটিতেও একই পদে ছিলেন। আরও দুজন সাংগঠনিক সম্পাদক পদে এসেছেন- আলতাফ ও মামুন মণ্ডল।

সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলকে। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিরা সরকারকে।

১নং কার্যনির্বাহী সদস্য করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে, সদস্য করা হয়েছে- গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল ও সংরক্ষিত নারী এমপি মেহের আফরোজ চুমকিকে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ নভেম্বর বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সব পদ থেকে আজীবনের জন্য তৎকালীন সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে আওয়ামী লীগ। ওই সময় বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিল দলটি; যিনি আগের কমিটির ১নং যুগ্ম সম্পাদক পদে ছিলেন।

২০২২ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হন। আতাউল্লাহ মণ্ডল এবারো সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।