ঘাড়ের যন্ত্রণা দূর হবে মূহূর্তের মধ্যে, রইল ঘরোয়া পদ্ধতি

ঘাড়ে ব্যথা

লাইফস্টাইল ডেস্ক : অনেকের মধ্যেই রয়েছে ঘাড়ে ব্যথার সমস্যা। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার, মোবাইল ব্যবহারের কারণে হতে পারে ঘাড়ে ব্যথা। এক্ষেত্রে ঠান্ডা গরম সেক, হলুদ-দুধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। আমাদের এখন জীবনযাত্রার কোনও ঠিক ঠিকানা নেই। প্রতিটি মানুষের অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। তাই আমাদের সকলকেই এই নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

ঘাড়ে ব্যথা

আসলে সারাদিন কম্পিউটারের সামনে আমরা কাজ করে যাচ্ছি। একটুও সময় নেই চোখ ফেলার। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিটি মানুষকে হয়ে যেতে হবে সতর্ক। কারণ এভাবে কম্পিউটারের দিকে তাকাতে থাকলে একটা সময়ের পর কিন্তু ঘাড়ে সমস্যা দেখা যায়। এক্ষেত্রে ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয়। ঘাড় টনটন করে। কোনও কাজ ঠিকমতো করা হয়ে ওঠে না। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু প্রতিটি মানুষকে সতর্ক হয়ে যেতে হবে।

এক্ষেত্রে আমাদের প্রতিটি মানুষকে সমস্যার কথা মাথায় রাখা উচিত। মনে রাখতে হবে যে ঠিক কী ভাবে সমস্যার করা যেতে পারে সমাধান। তবে শুধু পেইনকিলার খেয়ে এই সমস্যার সমাধান হবে না। বরং এই ঘরোয়া উপায় ব্যবহার করুন সমস্যা থেকে বাঁচার জন্য-

সেক দিন
এক্ষেত্রে ঠান্ডা বা গরম সেক দিতে পারেন। আবার দুটো মিলিয়ে মিশিয়েও সেক দিতে পারেন। এক্ষেত্রে সেক দিলে ওই জায়গার রক্ত চলাচল বেড়ে যায়। ফলে যন্ত্রণা দেখা দেওয়ার আশঙ্কা অনেকগুণ কমে। এবার আপনার ব্যথার পরপর সেক দিলেই আরাম পাবেন। তবে কিছু ক্ষেত্রে সেই নির্দিষ্ট সময়ে সেক দেওয়ার মতো কিছু না পেতে পারেন। তখন আপনাকে রাতেরবেলায় ঘাড়ে সেক দিতে হবে।

হলুদ-দুধ
বলা হয়, হলুদের মধ্যে রয়েছে এমন কিছু পদার্থ আছে যা প্রদাহ কমাতে পারে। এবার আপনার ঘাড়ের ব্যথার প্রদাহ দূর করতে পারে হলুদ। এই অবস্থায় দুধের সঙ্গে হলুদ মিশিয়ে নিন। এক্ষেত্রে দুধের মধ্যে রয়েছে আবার ক্যালশিয়াম। তাই এই পানীয় অবশ্যই খেতে হবে। তবেই সমস্যার সমাধান করা হবে সম্ভব।

কিছুক্ষণ পরপর ঘাড়ের ব্যায়াম
আপনাকে কিছুক্ষণ বাদে বাদে ঘাড়ের ব্যায়াম করতে হবে। এক্ষেত্রে ঘড়ির দিকে এবং ঘড়ির বিপরীতে মাথা ঘোরাতে হবে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। তবেই সমস্যার সমাধান সম্ভব।

টিকটক থেকে ইনকামের নতুন উপায়

তবে ঘাড়ের ব্যথা দিন প্রতিদিন বাড়তে থাকলে বেশি অপেক্ষা নয়। সেই অবস্থায় দাঁড়িয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া খুবই জরুরি।