জুমবাংলা ডেস্ক : গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্রোত নেমেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ, ফলে দুই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
Table of Contents
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের চিত্র
শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পায়। ফলে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, চেরাগ আলী, সালনা, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি, রাজেন্দ্রপুর, হোতাপাড়া, ভবানীপুর, বাঘেরবাজার, গড়গড়িয়া, আনসার রোড, মাওনা চৌরাস্তা, এমসি বাজার, নয়নপুর বাজার ও জৈনাবাজার মোড় পর্যন্ত যান চলাচলে ধীরগতি দেখা গেছে।
যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া এবং যাত্রী ওঠানামার কারণে এসব পয়েন্টে যানজট তীব্র আকার ধারণ করেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও ধীরগতি
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকাতেও যানবাহনের প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে। এতে করে ধীরগতিতে চলছে যানবাহন, যা যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।
নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
যাত্রীচাপ আরও বাড়ার আশঙ্কা
পরিবহন সংশ্লিষ্টদের মতে, গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হলে যাত্রীদের চাপ আরও বাড়বে। এতে সড়কে চলাচল আরও কঠিন হয়ে উঠতে পারে, যা যাত্রীদের দুর্ভোগ আরও বাড়াবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।