Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ঘোষণা ছাড়াই নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভ
জাতীয়

ঘোষণা ছাড়াই নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভ

Shamim RezaOctober 13, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আবেদনের প্রায় দেড় বছর পর মহিলা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার নেয়ার কথা ছিল আজ। কিন্তু ঘোষণা ছাড়াই পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রতিবাদে রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রার্থীরা। ফলে সড়কে তৈরি হয়েছে যানজট।

নিয়োগ পরীক্ষা

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টা থেকে রাজধানীর ২০টি কেন্দ্রে মহিলা অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে পৌঁছান। কেন্দ্রে ঢুকতে গেলে প্রহরীরা তাদের জানান যে, পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) আয়শা সিদ্দিকী বলেন, ‘অনিবার্য কারণে আমাদের আজকের দুই পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাদের পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।’

অধিদপ্তরের ওয়েবসাইটে কোনো নোটিশ নেই-বিষয়টি দৃষ্টিগোচর করা হলে তিনি বলেন, ‘এখনই দিয়ে দেবে। প্রার্থীদের ভোগান্তির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু এটা হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়েছে।’ তবে কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি।

এদিকে, নোটিশ ছাড়াই হঠাৎ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ, হাবীবুল্লাহ বাহার কলেজসহ বেশ কয়েকটি কলেজের সামনে বিক্ষোভ করেছেন প্রার্থী ও তাদের অভিভাবকরা। পুলিশ তাদের সরে যেতে বললেও বেলা সোয়া ১১টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল। এতে বিক্ষোভ চলা এলাকার সড়কগুলোর দুপাশে যানজটের সৃষ্টি হয়।

পরীক্ষা দিতে আসা শিউলি আক্তার নামের এক প্রার্থী বলেন, ‘সারারাত বাসে জার্নি করে ঢাকায় এসেছি। সকালে পরীক্ষা কেন্দ্রে (সিদ্ধেশ্বরী কলেজ) এসেছি। এখানকার গার্ডরা (নিরাপত্তা প্রহরী) বলছেন পরীক্ষা স্থগিত, আপনারা ফিরে যান। কিন্তু এ বিষয়ে অধিদপ্তরের ওয়েবসাইটে কোনো নোটিশও দেওয়া হয়নি। এটা কেমন সিদ্ধান্ত?’

মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে আসা কুমিল্লার লিয়াকত আলী বলেন, ‘এত দূর-দূরান্ত থেকে চাকরির পরীক্ষা দিতে এসেছে মেয়েরা। এখন হঠাৎ পরীক্ষা স্থগিত করেছে। এজন্য ওরা বিক্ষোভ করছে, আমরাও ওদের সঙ্গে রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছি।’

বাড়ির আঙিনায় এই পদ্ধতিতে লাল আঙ্গুর চাষ করুন, হবে বাম্পার ফলন

এদিকে, ২০২১ সালের ডিসেম্বরে মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে ডে-কেয়ার ইনচার্জ পদে ২৭টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬০টি ও অফিস সহায়কের ৪১৭টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ১১ জানুয়ারি ছিল আবেদনের শেষ দিন। প্রায় দেড় বছর পর শুক্রবার (১৩ অক্টোবর) ডে-কেয়ার ইনচার্জ ও অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার নেওয়ার কথা ছিল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ঘোষণা ছাড়াই! নিয়োগ পরীক্ষা নিয়োগ, পরীক্ষা বিক্ষোভ স্থগিত
Related Posts
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোড় ঘোরানো আটটি ঘটনা

December 16, 2025
ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

December 16, 2025
নির্বাচন ও গণভোট

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

December 16, 2025
Latest News
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোড় ঘোরানো আটটি ঘটনা

ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

নির্বাচন ও গণভোট

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

পতাকা হাতে নিয়ে ঢাকার মাটিতে নামবেন

২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে ঢাকায় নামবেন তারেক রহমান: মির্জা ফখরুল

মাদক প্রবেশ

সীমান্ত দিয়ে অসছে নতুন মাদক

সতর্কতা জারি

জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

খুলে দেয়া হলো জাতীয় স্মৃতিসৌধ

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেয়া হলো জাতীয় স্মৃতিসৌধ, জনতার ঢল

পূরণ করতে পারেনি

রাষ্ট্র একাত্তরের প্রত্যাশা পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা

নতুন রাজনীতি করতে হবে

বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে: জামায়াত আমির

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.