জুমবাংলা ডেস্ক : ঘটক অ্যাপে পরিচয়। পরিচয় থেকে কথা বলা শুরু। দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করার। আর বিয়ে ও ভবিষ্যতের জন্য প্রয়োজন প্রচুর টাকা। তাই হবু বউয়ের কথায় করলেন বিনিয়োগ। তবে বিনিয়োগ করে সেই যুবক এখন পথে পথে। খুইয়েছেন একে একে ৯২ লাখ টাকা। ঘটনার পর থেকে খবর নেই সে হবু বউয়ের।
জানা যায়, পরিচয়ের পর সংসার বাঁধতে দরকার অনেক টাকা। এমনটাই বুঝান হবু স্বামীকে। তাকে পরামর্শ দিয়েছিলেন একটি নির্দিষ্ট বিনিয়োগ সংস্থায় টাকা ঢালতে। প্রেমের নেশায় বুঁদ ইঞ্জিনিয়ার ঠিক-ভুল বিবেচনা না করেই জীবনের সমস্ত সঞ্চয় তাতে বিনিয়োগ করে দেন। হবু স্ত্রী এর পর আরও টাকা ঢালতে বলেন। সেই মতো একাধিক ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে বিনিয়োগ করে দেন ইঞ্জিনিয়ার।
পুলিশ সূত্রে জানা যায়, মোট ৯১ লক্ষ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করেন। কিন্তু দিনের পর দিন কেটে যায় বিনিয়োগ থেকে লাভ তো দূর, তার কোনও খবরই জানতে পারেন না ইঞ্জিনিয়ার। তখনই তার সন্দেহ হয়। হেস্তনেস্ত করতে হবু স্ত্রীকে ফোন করেন যুবক। কিন্তু ফোন কেটে যায়। সেই থেকে আর পাত্তা নেই মহিলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।