জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে খুলনায় অঝোর ধারায় বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। এছাড়া বৃষ্টির সঙ্গে শীতের আবহ তৈরি হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। যদিও আজ শুক্রবার হওয়ায় ছুটির দিনের কারণে শহরে যানবাহন ও মানুষের চলাচল এমনিতেই কম।
এদিকে পূর্বাভাস রয়েছে, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি শুক্রবার (১৭ নভেম্বর) রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এটি দেশের ১১ জেলায় আঘাত হানতে পারে।
জঙ্গলের মধ্যে গাছের গুঁড়ি দিয়ে বানানো হলো বাড়ি, ভাইরাল ভিডিও
খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘মিধিলি’ শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে। যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। বর্তমানে এটি আরও শক্তি সঞ্চয় করছে। গভীর নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।