স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে পাকিস্তান-বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজ। আগামী মাসে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি। এই সিরিজ দিয়েই পাকিস্তান দলের কোচ হিসেবে অভিষেক হবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পির। গত এপ্রিলে পাওয়া দায়িত্ব রোববার করাচিতে বুঝে নেন এই অজি।
কোচ গিলেস্পির প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ আবার নিজের ক্যারিয়ারেরও শেষ টেস্ট ম্যাচের প্রতিপক্ষ ছিল। ২০০৬ সালে চট্টগ্রামে টাইগারদের বিপক্ষে যে রেকর্ড করেছিলেন গিলেস্পি, সেটি এখনও ভাঙতে পারেননি কেউ। নাইটওয়াচম্যান হিসেবে নেমে খেলেছিলেন ২০১ রানের অপরাজিত ইনিংস। দায়িত্ব বুঝে নেওয়ার দিনও উঠে সেই ম্যাচের প্রসঙ্গ। জবাবে গিলেস্পি বলেন, ‘দেখুন, সেই ইনিংসটা হয়ে গেছে আরকি। আমি খুবই ভাগ্যবান আমার ক্যারিয়ার নিয়ে। ১০ বছর টেস্ট ক্রিকেট খেলেছি। আমার জন্য বিরাট অর্জন। এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা। আমার মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেদিকে।’
অস্ট্রেলিয়ার হয়ে ৭১ টেস্টে ২৫৯ উইকেট নেওয়া এই সাবেক পেসার গত এক দশকে কোচ হিসেবে কাজ করেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে। এবার আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন বলে জানান তিনি, ‘আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর। আমি কীভাবে পাকিস্তানের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল। প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার, আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি। আমি সে জন্য মুখিয়ে আছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।