স্পোর্টস ডেস্ক : গতকাল ছিল আইপিএলের মেগা ফাইনাল। আর এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রাজস্তান রয়েলস। এই ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই বিশ্বরেকর্ড করে ফেলল। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেখা গেল বিশ্বের বৃহত্তম ক্রিকেট জার্সি।
আইপিএল শুরু হওয়ার আগে মাঠের মাঝে বিছিয়ে রাখা হয় সেটি। বিশাল জার্সির উপরে ডান দিকে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতীক। নিচের দিকে রয়েছে আইপিএলের দশটি দলের প্রতীক। মাঝে বড় করে লেখা রয়েছে ১৫ তম আইপিএল। রয়েছে ভারতের জাতীয় পতাকার রঙ এবং আইপিএলের সঙ্গে মানানসই নক্সাও। জার্সিটি লম্বায় 66 মিটার এবং চওড়ায় 44 মিটার। উদ্বোধনী অনুষ্ঠানেই প্রদর্শিত হল বিশাল মাপের জার্সিটি।
বিশ্বের বৃহত্তম জার্সি হিসেবে এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলল। এ দিনই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের হাতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র তুলে দেওয়া হয় জার্সিটির জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।