জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের হরিরামপুরে বিয়েতে সম্মতি না দেওয়ায় এক কিশোরী হত্যার দায়ে মো. আবুল হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সরফদিনগর এলাকার মৃত হাসমত আলীর ছেলে আবুল হোসেন (৫০)।
মামলা সূত্রে জানা যায়, আসামি আবুল হোসেন বৃষ্টি (১৫) নামের মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন; কিন্তু বৃষ্টির পরিবারের পক্ষ থেকে বিয়েতে সম্মতি না দিয়ে অভিযুক্ত আবুল হোসেনকে তার বাড়িতে আসতে নিষেধ করেন বৃষ্টির মা।
বৃষ্টির অন্যত্র বিয়ে ঠিক করলে আসামি ক্ষিপ্ত হয়ে বলে কিভাবে বিয়ে দেয় তা আমি দেখে নিব। ২০১৭ সালের ৫ নভেম্বর বৃষ্টিকে বাড়িতে রেখে তার মা পার্শ্ববর্তী মাচাইন রওনা হন। এ সময় আবুলকে তার বাড়ির একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখেন বৃষ্টির মা।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুস বলেন, ২০১৭ সালের ৫ নভেম্বর বিয়ে প্রত্যাখ্যানের জের ধরে আবুল হোসেন উপজেলার সোরবদীনগর গ্রামের রমজান আলীর মেয়ে বৃষ্টি আক্তারকে দিনের বেলায় তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের মা আকলিমা বেগম ওই দিনই আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হরিরামপুর থানার এসআই কোহিনুর মিয়া তদন্ত শেষে ২০১৮ সালের ১০ জুলাই আবুল হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষী ও নথিপত্র যাচাই-বাছাই শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের কৌঁসুলি হিসেবে ছিলেন অ্যাডভোকেট মো. মতিয়ার রহমান আঙ্গুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।