জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মো. বাবুল বিশ্বাসের ঘুষ লেনদেনের একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। ক্রয়কৃত জমির নামজারি (মিউটেশন) করার জন্য ১২ হাজার টাকা এবং দলিলের নকল উত্তোলনের জন্য ৩ হাজার টাকা ঘুষ নেন ওই অফিস সহায়ক।
ভিডিওতে দেখা যায়, জমির নামজারি করতে আসা সুবিধাভোগী এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিচ্ছেন অফিস সহায়ক বাবুল বিশ্বাস। এ সময় তিনি সুবিধাভোগীকে বলছেন, ‘আপনার কোনো চিন্তা নেই, কিছু করতে হবে না। সব কিছু আমি করে দেব। দলিল উত্তোলন করতে তিন হাজার এবং মিউটেশনের জন্য ১২ হাজার টাকা দেবেন।’
কত দিন সময় লাগবে, সুবিধাভোগীর এমন প্রশ্নের জবাবে বাবুল বলেন, ২৮ কর্মদিবস সময় লাগবে। এ সময় তিনি নগদ দুই হাজার টাকা ঘুষ গ্রহণ করেন এবং বাকি টাকা বিকাশ নম্বরে দিতে বলেন।
ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে কনকদিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহায়ক বাবুল বিশ্বাস বলেন, ‘আমি ঘুষ গ্রহণ করিনি। সইমোহর, পরচা ও পুরনো দলিল পটুয়াখালী থেকে এনে দিই, সে জন্য ওই টাকা নিয়েছিলাম।’
বাউফলের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) প্রতীক কুমার কুন্ডু বলেন, নামজারি বা মিউটেশনের কাজ অফিসে করা হয় না। বাইরে থেকে আবেদন করে পরবর্তী কাজের জন্য অফিসে যেতে হয়। এটি অফিস সহায়কের কাজও না। অফিস সহায়ক (বাবুল বিশ্বাস) কেন এই কাজ করেছে, সেটি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। সূত্র : কালের কণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।