আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে দেশটির ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
স্পট মার্কেটে স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৬১ ডলার ৩৯ সেন্টে। তবে সবমিলিয়ে চলতি সপ্তাহে বেঞ্চমার্কটির মূল্য বৃদ্ধি পেয়েছে। যে হার শূন্য দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে ফিউচার মার্কেটে স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৭৭ ডলার ২০ সেন্টে।
নিউইয়র্ক ভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াং বলেন, ১৯৪০ থেকে ১৯৯০ ডলারের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম থাকছে। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের (ফেড) সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতির তথ্য সামনে না আসা পর্যন্ত এ ধারা বজায় থাকবে।
২ সপ্তাহের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়িয়েছে ডলার সূচক। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। এছাড়া ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে আকর্ষণ হারিয়েছে মূল্যবান ধাতুটি।
আগামী সপ্তাহে বৈঠকে বসবেন ফেডের নীতি-নির্ধারকরা। তবে এবার তাদের সুদের হার না বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৭২ শতাংশ। কিন্তু জুলাইয়ে বাড়ানোর আশা করা হচ্ছে ৬৭ শতাংশ।
আগামী মঙ্গলবার মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর ঠিক পরের দিন মুদ্রানীতি ঘোষণা করবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।