বিনোদন ডেস্ক : পুরস্কারের মঞ্চে এবার ইতিহাস গড়ল ভারতের দক্ষিণী সিনেমা ‘আরআরআর’। বেস্ট অরিজিনাল গানের পুরস্কার পেয়েছে সিনেমাটির গান ‘নাটু নাটু’। এর মাধ্যমে হলিউডের অন্যতম সেরা অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব ছিনিয়ে নিল রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’।
মঙ্গলবার রাতে বেস্ট অরিজিনাল ক্যাটাগরিতে লেডি গাগা, মাভেরিকের মতো সারা বিশ্বের গায়ক-গায়িকাদের গানকে টেক্কা দিল ভারতীয় গান।
‘নাটু নাটু’ গানের কম্পোজার এমএম কীরাবাণী এবং গায়করা কাল ভৈরব এবং রাহুল সিপ্লিগুঞ্জ এই গানটির জন্য সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পান। গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য সেরা সঙ্গীত বিভাগে মনোনীত হয়েছিল গুলেরমো দেল তোরো পরিচালিত ‘পিনোচিও’ ছবির ‘চায়ো পাপা’ গানটিও।
‘নাটু নাটু’ টেলর সুইফটের ‘ক্যারোলিনা’, টপ গান: ম্যাভেরিক ছবি থেকে লেডি গাগার গাওয়া ‘হোল্ড মাই হ্যান্ড’, রিহানার গাওয়া ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের ‘লিফট মি আপ’, ইত্যাদি গানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে।
সারা বিশ্বে প্রায় ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে রাজা মৌলির ‘আরআরআর’ ছবিটি। একাধিক অনুষ্ঠানে প্রচুর সম্মানে ভূষিত হওয়ার পর এবার আমেরিকাতেও ভারতীয় ছবির বড় সাফল্য। ছবিটি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছে।
এদিন ‘আরআরআর’কে নিয়ে গোল্ডেন গ্লোবের মঞ্চে হাজির ছিলেন পরিচালক রাজামৌলি এবং দুই নায়ক জুনিয়র এনটিআর এবং রামচরণ।
এর প্রায় দশ বছর আগে ‘স্লামডগ মিলিয়নিয়া’র ছবির জন্য ভারতে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড এসেছিল। ড্যানি বয়েলের এই ছবির জন্য বিখ্যাত সংগীত পরিচালক এআর রহমান সেরা অরিজিন্যাল গান বিভাগে পুরস্কার পেয়েছিলেন। এবার পেল ‘নাটু নাটু’।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel