জুমবাংলা ডেস্ক : গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তামিম ইকবালকে ডিনারে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোটাই ছিল গুজব।
তবে আজ শুক্রবার (০৭ জুলাই) ঠিকই প্রধানমন্ত্রীর অফিস থেকে ডাক পড়ে তামিমের। দুপুরেই প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাত করতে যান সাবেক অধিনায়ক।
এর আগে গতকাল বোর্ড মিটিং শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন তার জন্য অপেক্ষা করবে বোর্ড।
তামিম বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ কারও সঙ্গে যোগাযোগ না করলেও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে দেখা করেছেন। জানা গেছে প্রধানমন্ত্রী তার সঙ্গে তার অবসরের বিষয় নিয়ে কথা বলবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তামিম ইকবাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।