ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ফেরিঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নদী ও আশপাশের এলাকায় তীব্র কুয়াশা পড়ায় দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে। এ অবস্থায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় রাত ১টা থেকে শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তবে বন্ধ ঘোষণার সময় কোনো ফেরি নদীর মাঝখানে আটকে পড়েনি বলে তিনি উল্লেখ করেন। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


