শুধু স্বৈরশাসনের পতনে সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

রবিবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক দায়িত্ববোধ, সামাজিক অংশগ্রহণ ও নগর উন্নয়ন বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে চলতি বছরে নগর উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় আটটি ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক’ প্রদান করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
তথ্য উপদেষ্টা তার বক্তব্যে বলেন, সংস্কার বাস্তবায়নে গণভোটে অংশগ্রহণ জরুরি। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হলে প্রত্যেক নাগরিককে সচেতনভাবে গণভোটে অংশ নিতে হবে।
একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গুম, নির্যাতন ও আয়নাঘরের মতো অমানবিক পরিস্থিতিতে আর ফিরে যেতে না চাইলে গণভোটে অংশগ্রহণ অপরিহার্য। তিনি আরও বলেন, আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ ভবিষ্যতে আর কখনো নতিস্বীকার করবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


