আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে সশস্ত্র বাহিনীসহ ১৬টি নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ে শুরু হওয়া এ বৈঠক এক ঘণ্টা চলে এবং সকাল ১০টায় শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ সময় নির্বাচন কমিশনের সচিবও উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, নির্বাচনকালীন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ইসির উদ্যোগে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম এবং রিটার্নিং কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তবে এসব কমিটির কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি না থাকায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এর আগের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছিল বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
আইনশৃঙ্খলা সমন্বয় সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, বৈঠকটি সময়ের দিক থেকে সংক্ষিপ্ত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে গঠিত বিভিন্ন সেল ও কমিটি মাঠপর্যায়ে যথাযথভাবে কাজ করছে না। সেগুলোকে আরও কার্যকর করতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, মনিটরিং জোরদার করা এবং নিয়মিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. মনির হোসেন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতেই এই সভা আহ্বান করা হয়েছে।
বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, সামরিক গোয়েন্দা সংস্থা, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


