গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে রাজধানী ঢাকায় প্রচারণামূলক ক্যারাভ্যান কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১২ জানুয়ারি) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকাগুলোতে এই ক্যারাভ্যান কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণভোটের প্রয়োজনীয়তা ও দাবি তুলে ধরবে দলটি।
এনসিপি জানায়, আগামী ১৩ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই ক্যারাভ্যানের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


